Dristikon 24

ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

১৬ ডিসেম্বর

পরীক্ষামূলক সম্প্রচারে স্পাইস টিভি

পরীক্ষামূলক সম্প্রচারে স্পাইস টিভি

নির্মাণ পর্ব’ দিয়ে যাত্রা শুরু করল বেসরকারি স্যাটেলাইট চ্যানেল স্পাইস টেলিভিশন। বিজয় দিবসে দুপুর ২টায় চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়। বিষয়টি জানিয়ে স্পাইস টেলিভিশনের এডিটর ইন চিফ তুষার আবদুল্লাহ বলেন, ‘সম্প্রচার শুরু হয়েছে। এটিকে আমরা বলছি নির্মাণ পর্ব। 

তুষার আব্দুল্লাহ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেটি স্পাইস টেলিভিশনের অধিকাংশ কর্মীই পোস্ট করেছেন। পোস্টে স্পাইস টিভির ডাউনলিংকও দেয়া হয়।

পোস্টটি হুবুহু যেমন-

 

“নির্মাণ পর্ব শুরু হয়েছিল একাত্তরে। বিজয়ের সেই যাত্রা ৫০ এর মাইলফলকে পৌঁছেছে। এক বিজয় নতুন বিজয়ের পথচিত্র এঁকে দেয়। বঙ্গবন্ধুর নের্তৃত্বে একাত্তর যে স্বপ্ন দেখেছিল, ২০২১ এ পৌঁছে বাংলাদেশ সেই স্বপ্নের পূর্ণতার দিকে হাঁটছে। সামনের মাইলফলক ‘অর্থনৈতিক মুক্তি’। আমরা যারা একাত্তর পরবর্তী প্রজন্ম, তারা অসাম্প্রদায়িক, সাম্য ও অর্থনৈতিক মুক্তির লড়াইয়ের সৈনিক। আমরা লড়াইয়ে আছি বাংলাদেশের অর্থনৈতিক স্বচ্ছলতা, বাঙালী সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের আদর্শিক অবস্থান উপস্থাপনে। সেই লড়াইয়ের অংশ হিসেবেই বিজয়ের ৫০ এ শুরু হলো এক নতুন নির্মাণ পর্বের। আমরা প্রথমবারের মতো বাংলাদেশে অর্থ সংবাদ ভিত্তিক টেলিভিশন উপহার দিতে যাচ্ছি দর্শকদের। তৃণমূলের উদ্যোক্তা থেকে শুরু করে দেশ বিদেশের বৃহৎ বিনিয়োগকারীর উদ্যোগ, সাফল্যের পাশাপাশি থাকছে ক্রেতার চাহিদা ও অধিকারের কথাও। বিজয়ের দিন দুপুর দুইটায় এই নির্মাণ যাত্রার সঙ্গে যুক্ত হবার নিমন্ত্রণ রইলো। এই নির্মাণপর্বে পৌঁছতে যাদের ভালোবাসা যুক্ত সহযোগিতা পেয়ে আসছি, তাদের প্রতি রইলো কৃতজ্ঞতা। প্রিয় দর্শক ও শুভাকাঙ্খি আপনার ক্যাবল অপারেটরকে অনুরোধ করুন এই নির্মাণ পর্বে আপনাকে যুক্ত করতে। জয়তু বাংলাদেশ।

DOWNLINK PARAMETER:- Satellite- BS-1, Orbit Location- 119.1E, Transponder- 09, Downlink Frequency- 4680MHz, Symbol Rate- 30,000Ksps, Modulation- 8PSK, FEC- 2/3, Polarization- Horizontal, Carrier Type- DVBS-2, Compression- HEVC (HD)”

বাংলাদেশের টেলিভিশন জগতে ভিন্ন সংযোজন হবে স্পাইস এমনটি ধারণা গনমাধ্যমকর্মীদের।