Dristikon 24

ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তি

দুবাই -ঢাকা রুটে ফ্লাইট সূচি পরিবর্তন করলো বিমান

দুবাই -ঢাকা রুটে ফ্লাইট সূচি পরিবর্তন করলো বিমান

দুবাই রুটের ফ্লাইট সূচি পরিবর্তন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহের প্রতিদিনই এ রুটে ফ্লাইট পরিচালনা করে বিমান। বুধবার (‌১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে,

১৬ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দুবাই রুটের নিয়মিত ফ্লাইট বিজি ০৪৭ স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটের পরিবর্তে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

তবে ১৬ ডিসেম্বর দুবাইগামী বিশেষ ফ্লাইট বিজি ৪০৪৭ নির্দিষ্ট সময়ে অর্থাৎ, স্থানীয় সময় বিকাল ৪টায় ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করবে। দুবাইগামী যাত্রীদের ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘণ্টা পূর্বে বিমানবন্দরে উপস্থিত হয়ে সকল প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য অনুরোধ করছে বিমান। অন্যদিকে দুবাই থেকে প্রতিদিন সেখানকার স্থানীয় সময় রাত ২টায় বিমানের ফ্লাইট বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবে।


s J